• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি, ৭ ব্যাবসায়ীর জরিমানা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:১৫ পিএম;
কমলনগরে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি, ৭ ব্যাবসায়ীর জরিমানা
কমলনগরে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি, ৭ ব্যাবসায়ীর জরিমানা

নাসির মাহমুদ  (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগরে ঈদকে কেন্দ্র করে বিগত কয়েকদিন থেকে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করছে বাজারের মাংস ব্যবসায়ীরা। এমনকি প্রতি কেজি গরুর মাংস ১হাজার টাকা করে বিক্রি করছেন তারা। এতে মাংস কিনতে আসা অনেক ক্রেতারাই পড়েছেন বিপাকে।.

 .

রোববার (৩০ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে গরু মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।এসময় দোকানে মূল্য তালিকা না থাকায় বাজারের ৭ জন ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: রাহাত উজ জামান।.


মাংস ব্যবসায়ীদের মধ্যে - জয়নাল আবেদিন কে ৫ হাজার, মো. জসিমকে ৩ হাজার, মো.বেলায়েত হোসেনকে ৩ হাজার, আমির হোসেনকে ১ হাজার, মো. ইবরাহিমকে ১ হাজার, মো. জহিরকে ২ হাজার ও মাইন উদ্দিনকে ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।.

 .

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাত উজ জামান বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে রমজানের নিত্য প্রয়োজনীয় পন্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নির্ধারিত মূল্যে থেকে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ীর অর্থ দন্ড করা হয়।এবং নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। 
এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ