দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী আমবাড়ীতে বাস চাপায় দেলোয়ার হোসেন নামের এক অটোরিকশার যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিনজন। গতকাল রবিবার দুপুর ১২ টায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের আমবাড়ীস্থ চিলিং সেন্টারের কাছে এ ঘটনাটি ঘটে। নিহত দেলোয়ার হোসেন চিরিরবন্দরের উচিতপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।.
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত বেগে ছুটে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমরেমুচরে যায় অটোরিকশাটি। অটোরিকশায় থাকা দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাঁকিদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় ঘাতক বাসটি আটক করেছে এলাকাবাসী। . .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: