প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মমিনুল ইসলাম (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর পেট্রোল পাম্পের সামনে (দিনাজপুর-গোবিন্দগঞ্জ) আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। .
নিহত মমিনুল ইসলাম খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের মৃত নবুর উদ্দিনের ছেলে এবং তিনি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ইউনিয়ন মাঠকর্মী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক। .
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে পেট্রোল নেয়ার জন্য জয়নগর পেট্রোল পাম্পে ঢুকছিলের মমিনুল ইসলাম। এ সময় পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মমিনুল সড়কে পড়েন। এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন।.
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: