
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি। সব প্রার্থী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে কিছুটা ব্যতিক্রম ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে। এ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। .
জানা গেছে, মাসুদ উদ্দিন চৌধুরী ওমরা হজ পালন শেষে আগামীকাল সোমবার (১ জানুয়ারি) রাতে দেশে ফিরবেন। পরদিন থেকে তিনি গণসংযোগসহ নির্বাচনী সব কর্মকাণ্ড চালিয়ে যাবেন। এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) গণসংযোগ ও পথসভা শেষে ফেনী ত্যাগ করেন তিনি।.
এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, দলীয় সিদ্ধান্তে আমরা সবাই জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছি। নির্বাচনী মাঠে লাঙ্গলের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী না থাকাতে কোনো প্রভাব পড়বে না।.
তবে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের জেলা পর্যায়ের একাধিক নেতা বলেন, প্রার্থীর ভাব খানা যেন এমন শেখ হাসিনা জাতীয় পার্টিকে আসন ছেড়ে দিয়েছেন, তার মানে এখন তাকে জয়ী করা আওয়ামী লীগের দায়িত্ব ও কর্তব্য।.
আসনটিতে ১০ জন প্রার্থী থাকলেও লাঙ্গল সঙ্গে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্ল্যাহ। তিনি সাবেক সংসদ সদস্য ও সৌদি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি।.
আসনটিতে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৩৪৩জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৬৫৬ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৬৮৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। . .
ডে-নাইট-নিউজ /
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: