• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৭ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:২৭ এএম;
বিশ্বনাথে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
বিশ্বনাথে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের  ০৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চন্দ্র গ্রামের ফুরকান আলী (৬৮) এর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। .

জানা যায়, আজ ৬ আগস্ট ফুরকান আলী জুম্মার নামাজ শেষে বাড়িতে গিয়ে দুপুরের খাবার খেয়ে বিছানায় বিশ্রাম করতে যান। এসময় তার চতুর্থ ছেলে নাসির আলী (২০) ও ৫ম ছেলে আজম আলী (১৪) এর মধ্যে মোবাইলের মেমোরি নিয়ে ঝগড়া বাঁধে। তাদের শোরগোল শোনে ঝগড়া থামানোর উদ্দেশ্য ফুরকান আলী ঘর থেকে বেরিয়ে এলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। অজ্ঞান হয়ে পড়ে গিয়ে হাত পা ছুড়াছুড়ি করে নিস্তেজ হয়ে পড়লে অন্যরা কি হয়েছে তা ভাবতে ভাবতে তিনি মৃত্যু কুলে ঢলে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে দাবী করেন মৃতের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)।.

এরপর স্থানীয় একজন পল্লী চিকিৎসক কে ডেকে বাড়িতে আনলে তিনি পরীক্ষা নিরিক্ষা করে ফুরকান আলী কে মৃত বলে জানান.

পিতার মৃত্যু নিশ্চিত জেনে তার চতুর্থ ছেলে নাসির আলী পুলিশে ফোন করে তার বাবার মৃত্যুর খবর জানান। বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খবরদাতা মৃতের চতুর্থ ছেলে নাসিরকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।.

এবিষয়ে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানিয়েছেন মৃত ফুরকান আলী দীর্ঘ দিন ধরে রক্তচাপ রোগে ভোগছিলেন। তারা আশংকা করছেন তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। .

এব্যাপারে আজ বিকেল ৫ ঘটিকার সময় বিশ্বনাথ থানা পুলিশের এস আই অলক দাশ (নিরস্ত্র), মৃত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।.

বিশ্বনাথ থানা পুলিশের এস আই অলক দাশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পরিবারের অন্য সদস্য ও মেডিকেল প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।. .

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া বিশ্বনাথ প্রতিনিধিঃ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ