• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বুথে টাকা তুলতে যাওয়ার পথে ট্রাকচাপায় গেলো কৃষকের প্রাণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৫০ পিএম;
বুথে টাকা তুলতে যাওয়ার পথে ট্রাকচাপায় গেলো কৃষকের প্রাণ
বুথে টাকা তুলতে যাওয়ার পথে ট্রাকচাপায় গেলো কৃষকের প্রাণ

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে শ্যালোইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাখাওয়াত হোসেন (৫০) নামের এক ভ্যানযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় পৌরএলাকার ছোট যমুনা ব্রিজের পূর্বপার্শ্বে মন্ত্রী মার্কেটের সামনে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাখাওয়াত হোসেন উপজেলা শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান ছামেদুল ইসলাম মাস্টার। .


নিহতের ভাতিজি বন্যা বেগম বলেন, সাখাওয়াত হোসেনসহ তারা দুইটি ব্যাটারিচালিত ভ্যান যোগে গৌরীপাড়াস্থ এটিএম বুথে যাচ্ছিলেন টাকা তুলতে। সাখাওয়াত হোসেন অপর ভ্যানের ওপর পা তুলে পেছনে বসেছিলেন। এমন সময় মন্ত্রী মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি শ্যালোইঞ্জিন চালিত নছিমন ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে সাখাওয়াত হোসেন ছিটকে সড়কে পড়লে একটি ট্রাকের চাকায় তিনি পিষ্ট হন।.


প্রত্যক্ষদর্শী শাহ জামানসহ অনেকে বলেন, সাখাওয়াত হোসেন ভ্যান থেকে ছিটকে পড়লে পাশর্^দিয়ে যাওয়া একটি ট্রাকের চাকার নিচে পড়েন। এতে ট্রাক চালকের দোষ নাই। সাখাওয়াত হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিয়ে ট্রাকচালকেট আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উৎসুক জনতা।.


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে সড়ক আইনে মামলা দায়ের করা হবে।
 . .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ