• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মহেশপুর সড়কে দুই তরুণের মৃত্যু দিয়ে নতুন বছরের যাত্রা শুরু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০১ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৪১ পিএম;
মহেশপুর সড়কে দুই তরুণের মৃত্যু দিয়ে নতুন বছরের যাত্রা শুরু
মহেশপুর সড়কে দুই তরুণের মৃত্যু দিয়ে নতুন বছরের যাত্রা শুরু

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ সড়কে দুই জনের মৃত্যু দিয়ে নতুন বছরের যাত্রা শুরু হয়েছে। সোমবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)। আহতরা হলেন, একই উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়ার আবু বকরের ছেলে সবুজ হোসেন (১৭) ও খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (১৮)। প্রত্যক্ষদর্শী পদ্মপুকুর গ্রামের খালিদ বিন আসাদ জানান, মোটরসাইকেলযোগে লিয়াকত হোসেন গুড়দাহ বাজার থেকে জীবননগর যাচ্ছিলেন। তিনি গুড়দাহ দক্ষিণপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মহেশপুর থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, প্রাইভেট কার ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।.

.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ