ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। .
নিহতরা হলেন, জামাল উদ্দিন (৩২), তাঁর মা আনোয়ারা বেগম (৬৫) শিশু কন্যা আনিকা আক্তার (৪), মোছা. ফাইজা (৬)। .
জামাল উদ্দিন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সব সময় নিজ ঘরেই অটোরিকশা চার্জ দিতেন। .
পারিবারিক সূত্রে জানায়, আজও জামাল উদ্দিন নিজ ঘরে অটোরিকশা চার্জ দিতে যান। দুপুর ৩টার দিকে ঘর থেকে তা আনতে গেলে অটোরিকশা থেকে বিদ্যুৎতায়িত হন তিনি। জামাল উদ্দিন চিৎকার দিলে তাঁর মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। এ সময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিনিদের ধরলে তিনিও ঘটনাস্থলেই মারা যান। .
৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, অটোরিকশা চার্জ দেওয়া ছিল, সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। জামাল উদ্দিন অটো বের করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: