সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৪টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস এবং সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী পৃথক এই অভিযান চালান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন র্যাব-৭ এর একটি দল ও রাঙ্গুনিয়া থানা পুলিশ। .
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, .
বুধবার (৪ আগস্ট ) সকাল থেকে উপজেলার গোচরা, শান্তিরহাট, তাপবিদ্যুৎ গেটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ইউএনও ইফতেখার ইউনুস। এসময় ১৪ মামলায় ২৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইদিন বিকালের দিকে উপজেলার রোয়াজারহাট, ক্ষেত্রবাজার, মরিয়মনগর, পূর্ব সৈয়দবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। এসময় তিনি স্বাস্থ্যবিধি না মানা ও দোকান খোলা রাখায় ১০টি মামলায় ৬ হাজার ৪০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। .
.
ইউএনও ইফতেখার ইউনুস বলেন, লকডাউন বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ সময় জরিমানা আদায়ের চেয়ে মানুষকে সচেতন করার উপর গুরুত্ব দেয়া হয়। বিধিনিষেধ অমান্যকারীদের অর্থদন্ড দেয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।.
ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী
আপনার মতামত লিখুন: