• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান ২০ মামলায় জরিমানা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৭ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০২:৩৫ পিএম;
ভ্রাম্যমান আদালতের অভিযান ২০ মামলায় জরিমানা
ভ্রাম্যমান আদালতের অভিযান ২০ মামলায় জরিমানা

রাঙ্গুনিয়ায়  বিধিনিষেধ কার্যকরে অভিযান চালিয়ে ২০ মামলায় ১২ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৬ জুলাই) বিকালে পৃথক এই অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস এবং সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী। অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-৭ এর একটি দল ও রাঙ্গুনিয়া থানা পুলিশ। .

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বিধিনিষেধ কার্যকরে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার উপজেলা রোয়াজার, ধামাইরহাট, রাণীরহাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ দোকানকে ৮ হাজার ৩০০ টাকা অর্থদন্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীব চৌধুরী। এছাড়া রোয়াজারহাটের সাপ্তাহিক বাজারের পশুর হাটে জনসমাগম করায় ইজারদার বেদর হোসেনকে ২ হাজার টাকার অর্থদন্ড এবং বাজারটি বন্ধ করে দেন তিনি। .

অন্যদিকে উপজেলার ইছাখালী এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ৯ মামলায় ১৮০০ টাকার অর্থদন্ড দেন ইউএনও ইফতেখার ইউনুস। বিধিনিষেধ কার্যকরে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।. .

ডে-নাইট-নিউজ /   শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ