রাজধানীর খিলক্ষেত এলাকায় মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। .
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।.
হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী ইয়াসিন নামের এক যুবক জানান, খিলক্ষেত এলাকার একটি ব্যস্ততম সড়কে নারায়ণগঞ্জ থেকে একটি মোটরসাইকেল ঢাকার দিকে ঢুকছিল। মোটরসাইকেলটিতে দুইজন যাত্রী ছিলেন। আর ওই ব্যক্তি (নিহত) রাস্তা পার হচ্ছিলেন।.
তখন ওই পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলটিও ছিটকে পড়ে। দেখতে পেয়ে তাদের ৩ জনকেই কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।.
খিলক্ষেত থানার এসআই জহির রায়হান জানান, মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদের কুর্মিটোলায় চিকিৎসা দেওয়া হচ্ছে। অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: