• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাজবাড়ী বালিয়াকান্দি ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্র নিহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:২৯ পিএম;
রাজবাড়ী বালিয়াকান্দি ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
রাজবাড়ী বালিয়াকান্দি ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালুবাহী ট্রাক্টর (স্থানীয়ভাবে তৈরি) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।.

নিহত কলেজছাত্র সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের কৃষ্ণ মন্ডলের ছেলে চয়ন মন্ডল কংকন (২২)। তিনি রাজবাড়ী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন।.

স্থানীয়রা জানিয়েছেন, ঢোলজানি বাজার থেকে চয়ন মন্ডল ও তার মামাতো ভাই জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সমেন বিশ্বাস ধর্মতলা গ্রামের মধ্যে সড়ক দিয়ে আসছিলেন। ধর্মতলা এলাকায় পৌঁছালে বালুবাহী ওই গাড়ি তাদের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন।.

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিক্যাল কর্মকর্তা ডা. হাসান মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সমেন বিশ্বাসকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।.

বালিয়াকান্দি থানার এসআই তুহিন বলেন, খবর পেয়ে হাসপাতালে এসেছি। বালুবাহী ট্রাক্টরের চালক গাড়ি রেখে পালিয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।.

.

ডে-নাইট-নিউজ / শিমুল পারভেজ টিটুল

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ