শরীয়তপুরের জাজিরা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।.
দুর্ঘটনায় নিহতরা হলেন- জাহানারা বেগম (৫৫), ফজলে রাব্বি (২৮), লুৎফুন নাহার লিমা (৩০), জ্বিলানী (২৮), রবিউল ইসলাম (২৬) ও মাসুদ রানা (৩০)।.
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে ফরিদপুর সার্কেল এএসপি মো. মারুফ হাসান।.
তিনি জানান, ভোরে পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় ঢাকাগামী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক ও রোগীসহ ছয়জন নিহত হন। অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: