• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫০ পিএম;
শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২
শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহের শৈলকুপায় বালুভর্তি ট্রাককে আমবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।.

নিহতরা হলেন পিকআপ ভ্যানচালক পাবনার ভাঙ্গুরার রফিকুল গাজির ছেলে মো. বেলাল হোসেন (৪৫) ও হেলপার সিরাজগঞ্জ জেলার তাড়াশের উজ্জল (৩০)। শৈলকুপা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সঞ্জয় কুমার দেবনাথ জানান, পিকআপ ভ্যানটি রাজশাহীর বাঘা থেকে আম নিয়ে বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুরে পৌঁছালে বালিভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।.

এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, ওই দুই যুবক হাসপাতালে আসার আগেই মারা গেছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মৃত অবস্থায় হাসপাতালে এনেছে।. .

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ