• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেট-ঢাকা মহাসড়কে এক সঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে নিহত ১


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৬ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৩ এএম;
সিলেট-ঢাকা মহাসড়কে এক সঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে নিহত ১
সিলেট-ঢাকা মহাসড়কে এক সঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে নিহত ১

সিলেট ঢাকা মহাসড়কে এক সঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে নিহত ১জন হওয়র খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (৬ আগষ্ট) সকাল ৯.১০ মিনিটের দিকে সিলেটের ওসমানীনগরের আহমদ নগরে।.

নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৪৮)। তাঁর বাড়ি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাক্ষণশাসন গ্রামে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক ভাবে আহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।.

জানান যায়, এক সঙ্গে ৩ মিনিটের ব্যবধানে একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটেছে। ঘটনাস্থলে মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খলিলুর রহমানের মৃত্যু হয়।.

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।. .

ডে-নাইট-নিউজ / আবুল কাশেম রুমন, সিলেট: 

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ