• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেটের বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:১১ পিএম;
সিলেটের বিশ্বনাথে,  ইউপি চেয়ারম্যানের উপর,  হামলার অভিযোগ
সিলেটের বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ

মিজানুর রহমান মিজান :  সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া (৫৫) উপর হামলার ঘটনা ঘটে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ২টার দিকে পৌর শহরের উপজেলা পরিষদ গেইটের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি কিছুটা আঘাত প্রাপ্ত হয়েছে। এসময় হামলাকারীরা তার মোবাইল ফোন নিয়ে যায়। তবে হামলাকারী কাউকে তিনি সনাক্ত করতে পারেননি। কবির হোসেন ধলা মিয়া লামাকাজি ইউপির ৫ বারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দল থেকে বহিস্কার রয়েছে। জানাগেছে, সোমবার দুপুরে উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভাসহ তিনটি সভা ছিল। ঐ সভায় গুলোতে ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভা শেষে পরিষদ থেকে বের হয়ে আসার পথে পথিমধ্যে অতর্কিতভাবে কয়েকজন যুবক তার উপর হামলা চালায়। এতে তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন। এসময় স্থানীয় লোকজন ছুটে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তবে কে বা কারা চেয়ারম্যানের উপর হামলা চালিয়েছে তাদের তাৎক্ষনিক  কেহ চিনতে পারেননি। এব্যাপারে লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, উপজেলা পরিষদে সমন্বয় সভা শেষে বের হয়ে আসার পথে পথিমধ্যে কয়েকজন যুবক আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় হামলাকারীরা আমার মুঠো ফোন নিয়ে যায়। তবে হামলাকারীদের চিনতে পারিনি।তবে কি কারনে, কে আমার উপর এ হামলা করা হলো তা আমার জানা নেই। এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।.

.

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ