• ঢাকা
  • সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আপন ভাইসহ ৩ পলাতক আসামি গ্রেপ্তার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫৭ পিএম;
আপন ভাই,  পলাতক,  আসামি,  গ্রেপ্তার
আপন ভাইসহ ৩ পলাতক আসামি গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে  আপন ভাইসহ ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভার  নরশিংহপুর গ্রামের মৃত আবদুল করিমের ছেলে আব্দুস সালাম (৩৭) ও আবূল কালাম (৩৫) ও উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের কিতাব আলীর ছেলে জিতু মিয়া (২০)।  বিশ্বনাথ থানা পুলিশ শুক্রবার রাতে ও শনিবার ভোর বেলায় পৃথক অভিযান চালিয়ে আসামীদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।.

 .

আব্দুস সালাম ও আবুল কালামের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে । সি.আর মামলা নং -৪৫(২০২৪)। এছাড়া আবুল কালামের বিরুদ্ধে জি.আর ৭৪(২০২৪) নম্বর মামলা রয়েছে। অন্যদিকে জিতু মিয়ার নামে ৯৭(২০২৪) নম্বর মামলা রয়েছে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানিয়েছেন , বিশ্বনাথ থানার  একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা রয়েছে। আর এসব মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী  পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন। গতকাল শনিবার তাদের আদালতে পাঠানো হয়।. .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ