গতকাল শনিবার সুন্দরবনের নোটাবেকি এলাকা থেকে কাওছার গাইন (২৭) নামের এক জেলেকে নিয়ে যায় বাঘ। তবে এখন পর্যন্ত তার মরদেহ পাওয়া যায়নি। বাঘের হামলার শিকার কাওছার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।.
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় জেলে মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, বৈধ পাশ নিয়ে গত বৃহস্পতিবার সুন্দরবনের মাছ ধরতে যান কাওছার। শনিবার নোটাবেকি খাল এলাকায় মাছ ধরার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হয়। বাঘ তাকে ধরে নিয়ে যায়। তবে এখনো তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: