• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হবিগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, ৪ যাত্রী আহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫৪ পিএম;
হবিগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, ৪ যাত্রী আহত
হবিগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, ৪ যাত্রী আহত

ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও সিএনজির সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক মহিলাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুপুর ১ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুগকান্দী নামক স্থানে এ ঘটনা ঘটে।.

জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে সুজাত মিয়া (২২) সহ ৪/৫ জন যাত্রী বাহুবল থেকে সিএনজি অটো রিক্সায় পুটিজুরী যাচ্ছিলেন। সিএনজিটি ঢাকা সিলেট মহাসড়কের মুগকান্দী ব্রিজের উপর উঠা মাত্রই ঢাকাগামী রয়েল বাসটি সিএনজিকে ধাক্কা মারলে মহিলা সহ ৪ জন যাত্রী আহত হন। .

এ সময় পথচারী লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং এক মহিলার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ॥

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ