হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮
ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫৯ পিএম;
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এ ঘটনায় অন্তত ১০ জনকে চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে। .
ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহর ক্লিমেনকো জানিয়েছেন, হেলিকপ্টারটি রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের। .
দুর্ঘটনার সময় অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি আবাসিক ভবনের কাছে থাকা কিন্ডারগার্টেনে আঘাত হানে।.
এই পর্যন্ত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে যাদের মধ্যে ১০ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন ক্লিমেনকো।.
.
আপনার মতামত লিখুন: