২০/ ডিসেম্বর /২০২১ তারিখ ১৯.০০— ১৯.৪৫ ঘটিকার সময় সহকারী পরিচালক জনাব মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব জীবন বড়ুয়া এর নেতৃত্বে কক্সবাজার সদর থানাধীন লিংক রোডস্হ চট্টগ্রাম —কক্সকাজার মহাসড়কের উত্তর পাশে স্বাধ হোটেল এন্ড রেস্তোরেন্ট এর সামনে রাস্তার ফুটপাতের ওপর থেকে ১ নং আসামি মোঃ শাহাব উদ্দিন (১৯),পিতা-আবদুল হাকিম,মাতা- সায়রা খাতুন,সাং-৪৪৯ জিনুর ঘোনা,ওয়ার্ড নং-০৪,দক্ষিণ মিঠাছড়ি ইউ পি,থানা-রামু, জেলা -কক্সবাজার। .
২ নং আসামি মুহাম্মদ ইব্রাহিম (২১),পিতা- ফয়েজ আহমেদ, মাতা-মুবিনা খাতুন,সাং-৪৪৯ জিনুর ঘোনা, ওয়ার্ড নং-০৪,দক্ষিণ মিঠাছড়ি ইউ পি, থানা-রামু, জেলা-কক্সবাজার। আসামিদ্বয়ের নিকট থেকে ৩,৮০০ (তিন হাজার আটশত) পিস ইয়াবা উদ্ধারপূর্বক পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ি মামলা দায়ের করেন।. .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান
আপনার মতামত লিখুন: