গত ৪ঠা জুলাই ২০২২,রোজ সোমবার দুপুর ১২টায় জমকালো আযোজনের মাধ্যমে উদ্বোধন হলো এন আর বি সি ব্যাংকের সখীপুর উপজেলা শাখার। টাংগাইল ০৮,বাসাইল-সখীপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযুদ্ধা এ্যাডঃ জনাব জোয়াহেরুল ইসলাম( ভিপি জোয়াহের) প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থেকে এক অনাড়ম্বর আযোজনের মাধ্যমে নতুন ব্যাংক শাখাটির উদ্বোধন করেন।.
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন শাখার ব্যবস্থাপক জনাব কামরুজ্জামান। কামরুজ্জামান একজন সফল ব্যাংকার। নিজের মেধা,সততা আর পরিশ্রমের মাধ্যমে আজ এতদুর। কামরুজ্জামান একজন দক্ষ ও মানবিক মানুষ। ইতিমধ্যে ব্যাংকি সেবায় তিনি রেখেছেন অনন্য ভূমিকা। সখীপুরের নতুন শাখা মিলে সারাদেশে এন আর বি সি ব্যাংকের মোট শাখা হলো ৭২৭টি। নতুন শাখা ব্যবস্থাক হিসেবে কামরুজ্জামান ব্যাপক আশাবাদী। তিনি আশা করেন ব্যাংকিং সেবায় সারাদেশে তথা সখীপুরেও এন আর বি সি ব্যাংক অনন্য ভূমিকা রাখবে বলে তাঁর বিশ্বাস। দাম্পত্য জীবনে দারুণ একজন সুখী মানুষ কামরুজ্জামান। স্ত্রী হিসেবে "হ্যাপি" কে সুখী জীবন কাটছে কামরুজ্জামান দম্পতির। স্ত্রী "হ্যাপি" সরকারি প্রাঃ বিদ্যালয় এর সহকারী শিক্ষক। তাদের কোল জুড়ে আছে ফুটফুটে এক কন্যা সন্তান। .
"ডে নাইট নিউজ " পরিবারের পক্ষ থেকে কামরুজ্জামান -হ্যাপি দম্পতিকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। .
.
(লেখক ; সাংবাদিক মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব বি এস এস, বিশেষ প্রতিনিধি ডে নাইট নিউজ।) .
(ছবিতে এন আর বি সি ব্যাংক সখীপুর উপজেলা শাখার ব্যবস্থাপক জনাব কামরুজ্জামান ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ জনাব জোয়াহেরুল ইসলাম( ভিপি জোয়াহের) কে।) . .
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব
আপনার মতামত লিখুন: