
কুমিল্লা প্রতিনিধি: জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘ চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার বিকেলে ধোড়করা বাজারে দুই শতাধিক পথচারী পুরুষ ও নারীর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্য ও ইভেন্ট সমন্বয়ক মো: সালমান ও মো: সাগরের যৌথ ব্যবস্থাপনায় ইফতার বিতরণে প্রধান অতিথি ছিলেন চিওড়া আজগড়িয়া ফাজিল মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ সোলাইমান।.
.
আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল আমীন রাসেলের সার্বিক দিকনির্দেশনায় ইফতার বিতরণে বিশেষ অতিথি ছিলেন ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম নুরুল আলম ফারুকী, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হানিফ মজুমদার, গ্লোবাল ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার অপারেশন ম্যানেজার আরিফুল আলম মজুমদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ আলম, মোঃ আনিসুর রহমান, গোলাম রসুল, মিজানুর রহমান মিনু, আনন্দ সংঘের কেন্দ্রীয় সমন্বয়ক পলাশ খান, ঢাকা মহানগর সমন্বয়ক সালাহউদ্দিন খান, সদস্য জাহাঙ্গীর আলম, এম এ রাহাত, ইমতিয়াজ হিমেল, সাজ্জাদ শুভ, সালাহউদ্দিন, রাফি, খালেদ রায়হান, আবির, রাফি, মহিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ ও সংগঠনের সমন্বয়করা ধোড়করা উচ্চ বিদ্যালয় মাঠে একসঙ্গে ইফতার করেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: