• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

"টাংগাইলের সখীপুর সাগরদিঘী সড়কের মাঝে ট্রাক রেখে ইট,পাথরের রম রমা ব্যবসা"


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:২৩ পিএম;
"টাংগাইলের সখীপুর সাগরদিঘী সড়কের মাঝে ট্রাক রেখে ইট,পাথরের রম রমা ব্যবসা"
"টাংগাইলের সখীপুর সাগরদিঘী সড়কের মাঝে ট্রাক রেখে ইট,পাথরের রম রমা ব্যবসা"

টাংগাইলের সখীপুর সাগর দিঘী সড়কের কচুয়া বাজার সংলগ্ন চৌকার পাড় (ডকপার) সড়কের মাঝে বড় বড় ট্রাক থামিয়ে দিনের পর দিন চলছে ইট,বালু,পাথর বিক্রি করার মহোৎসব। যার কারনে প্রায়ই ঘটছে ছোট বড় রোড এক্সিডেন্ট। এ যেন মগের মুল্লুক। যেন দেখার কেউ নেই। .

সরকারি রাস্তা দখল করে দিনের পর দিন হর হামেশাই চলছে পাথর বিক্রির ব্যবসা। সরকারি সড়ক এখন বিজনেজ সেন্টার এ পরিনত করা হয়েছে।গত ১৮ই জানুয়ারি, বুধবার ঘটনাস্থলে পৌঁছান সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায় যায় দিন এর সখীপুর প্রতিনিধি সাংবাদিক সাজ্জাত লতিফ ও সখীপুর অনলাইন নিউজ এর কর্ণধার, দৈনিক স্বাধীন বাংলাদেশ প্রতিনিধি এবং সখীপুর প্রেসক্লাবের সদস্য সোহেল রজত। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে ছবি ও ভিডিও চিত্র ধারণ করতে গেলে সেখানে ওঁৎ পেত থাকা কিছু সন্ত্রাসী এসে বাধা প্রদান করে। তাদেন মধ্যে আনোয়ার নামে একজন সরাসরি সাংবাদিকদের হুমকি প্রদান করে বলে, পাওয়ার আছে বলেই এসব করি।ক্যাডার আনোয়ার আরো বলে, সখীপুরের সব বড় বড় নেতা আমার পরচিত, আমাকে কেউ কিছু করতে পারবেনা।.

তাই এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে সড়ক ও জনপদ বিভাগের যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি সখীপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। যাতে আর কেউ সরকারি সড়ক দখল করে ব্যবসার নামে জনদূর্ভোগ সৃষ্টি করতে না পারে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ