• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

 শিলখালী অবৈধ পানের বরজ উচ্ছেদ করে দুই একর বনভূমির  জায়গা দখল  মুক্ত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:৩৮ এএম;
 শিলখালী অবৈধ পানের বরজ উচ্ছেদ করে দুই একর বনভূমির  জায়গা দখল  মুক্ত
 শিলখালী অবৈধ পানের বরজ উচ্ছেদ করে দুই একর বনভূমির  জায়গা দখল  মুক্ত

শিলখালী রেঞ্জ কর্মকর্তা বিট কর্মকর্তা ও বন  প্রহরীর বিশেষ অভিযানে বনবিভাগের জায়গায় অবৈধভাবে পানের বরজ করার কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অন্তত দুই একর, বন বিভাগের জায়গা অবমুক্ত করা হয়েছে। ১২/অক্টোবর  ১০/২০২১ খ্রিঃ তারিখ কক্সবাজার দক্ষিণ বন বিভাগের শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব মোহাম্মদ হাসান এর নেতৃত্বে বিট কর্মকর্তা,রাজারছড়া বিট,রেঞ্জের অন্যান্য সকল বনকর্মী,সিপিজি সদস্য এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের  সহযোগিতায় অভিযান চালিয়ে মাথাভাঙ্গা বিটের সংরক্ষিত বনে অবৈধভাবে জবরদখলের উদ্দেশ্যে নির্মিত ০২ টি পানের বরজ উচ্ছেদ করা হয়। এ ঘটনায় আনুমানিক ২.০ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়।.

অন্যদিকে শিলখালী রেঞ্জ কর্মকর্তা হাসান বিগত কক্সবাজার দক্ষিণ বন বিভাগের- আওতাধীন মাথাভাঙ্গা সহ কয়েকটি বন বিভাগের বিট কর্মকর্তা হিসেবে অত্যন্ত  সৎ ও দক্ষ নিষ্ঠাবান হয়ে কাজ করে বন বিভাগকে রক্ষা করেছে। সে বিট কর্মকর্তার দায়িত্ব পালন করার  কালীন সময়ে  তার  দায়িত্বরত এলাকায়   কোন ধরনের বন বিভাগের জায়গায় অবৈধ পানের বরজ ঘরবাড়ি দোকানপাট এবং বন বিভাগের কোন প্রকার গাছপালা কেউ কাটতে সাহস করেনি। আর যদি কেউ রাতের অন্ধকারে অথবা তার অগোচরে কেউ বন বিভাগের জমি নিয়ে বন বিভাগের জমির উপর অবৈধ স্থাপনা সহ গাছপালা চুরি করেছে-- তাকে সাথে সাথে আইনের আওতায় নিয়ে এসে-  বন বিভাগকে রক্ষা করতে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। বর্তমান শিলখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ হাসান ।এলাকাবাসী সচেতন মহল  ও পরিবেশবাদীরা বলছে -রেঞ্জ কর্মকর্তা হাসান যতদিন পর্যন্ত শিলখালী রেঞ্জ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবে, ততদিন পর্যন্ত বন বিভাগে কোন ধরনের অবৈধ স্থাপনা_  বনবিভাগ দখল ও গাছপালা কেউকাটতে সাহস করবেনা কারন সে কোন ধরনের  অবৈধ টাকা এবং ঘুষ গ্রহণ করে না।    . .

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ