পাক পবিত্র নারী হযরত মরিয়ম আঃ এর পুত্র হযরত ঈসা মসীহ প্রচার করা ধর্ম ছিলো খ্রিস্ট ধর্ম, যদিও সর্ব শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাঃ অতীতের সকল ধর্মকে নিষিদ্ধ করে একমাত্র ইসলামকে স্বীকৃতি দিয়েছেন তাই আজ থেকে ১৪ শত বছর আগেই ইসলাম ছাড়া সব ধর্ম বাতিল বলে তিনি ঘোষণা করে গিয়েছিলেন। তবে আজকের খ্রিস্টানরা সেই ঈসা মসীহ সময়ের সত্য ধর্ম প্রচার করা খ্রিষ্টানরা না, ঈসা মসীহ এর সময় খ্রিস্টানরা দুই ভাগে ভাগ ছিলো যেমন: ১। এক দল খ্রিষ্টানরা ঈসা মসীহ কে আল্লাহর পয়গম্বর হিসাবে মেনে নিয়ে ছিলেন এবং পরিবর্তিতে এই খ্রিষ্টানরা হযরত মুহাম্মদ সাঃ দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম কবুল করেন ২। অন্য দল খ্রিস্টানরা হযরত ঈসা আঃ কে আল্লাহর পুত্র ভাবতেন এবং ঈসা আঃ তাতে খুবই কষ্ট পেতেন এবং এই দল খ্রিস্টানরা আজও পর্যন্ত এভাবেই রয়ে গেছেন, মিথ্যে খ্রিস্ট ধর্ম নিয়ে এবং তারাই ঈসা মসীহ কে যীশু বলে সম্বোধন করে।.
.
অপরদিকে আল্লাহর নাফরমানী জাতি ইহুদিরা ঈসা আঃ তাদের শেষ নবী হয়ে দুনিয়া আসবেন সে অপেক্ষায় আছো আকাশের দিকে তাকিয়ে আছেন।.
লেখক: মোঃ সাদেকুল ইসলাম সাদিক. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: