
নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেল প্রতিনিধি ): লক্ষ্মীপুরের কমলনগরে দাবি করা চাঁদা না পেয়ে ওমান প্রবাসীর বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে চারজন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-হারুনের শাশুড়ী মোস্তফা খাতুন (৭৫) তার বোন ফাতেমা বেগম (৫০) স্ত্রী শাহেদা বেগম (৪৪) ও আলা উদ্দীন (৩৬)। তাদের মধ্যে ফাতেমা ও শাহিদ বেগমের অবস্থার অবনতি হওয়ায় এ দুইজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।.
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চরফলকন ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি বাবুল ও তার সহযোগী হোসেন তিন বছর ধরে ওমান প্রবাসী মোঃ হারুনের কাছে চাঁদা দাবি করে আসছে। হারুন বিদেশে থাকায় তার পরিবারকে বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিয়েছে তারা। ২০২৪ সালের জুন মাসে হারুন দেশে আসলে বাবুল ও হোসেন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেলে বাবুল ও হোসেন আত্মগোপনে চলে যায়। ঈদের ছুটিতে তারা এলাকায় এসে আবারও হারুনের কাছে দাবিকৃত সেই টাকার জন্য চাপ প্রয়োগ করেন। হারুন টাকা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে (১লা মার্চ) মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ১৫-২০ জনের একদল লোক নিয়ে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ওমান প্রবাসী মোঃ হারুনের বসতঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। এসময় ঘরে থাকা ১০ টি বিদেশি কম্বল,৬ ভরি স্বর্ন অলংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। এসময় হারুন ঘরে উপস্থিত ছিলেননা। খবর পেয়ে স্থানীয় বাদামতলী বাজার থেকে লোকজন নিয়ে ছুটে আসেন হারুন।.
.
.
স্থানীয় আব্দুল মান্নান, নুরনবী, মমিন উল্লাহ ও সাদ্দাম হোসেন বলেন, বাবুল ও হোসেন বিগত আওয়ামী লীগের সময়ে দলের প্রভাব বিস্তার করে এলাকায় তান্ডব চালিয়েছে। চাঁদাবাজি, দখল বানিজ্য ও মানুষের জমি জাল জালিয়াতি করে দখল করা ও এলাকায় দু'পক্ষের মধ্যে ঝগড়া মারামারি লাগিয়ে দিয়ে সুবিধা গ্রহন করাই ছিল তাদের মুল পেশা। এছাড়া বাবুলে ভাই জাকিরের স্ত্রী মমতাজ বেগমকে দিয়ে নানা অসামাজিক কর্মকান্ড পরিচালনা করে এলাকায় এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে তারা।.
ভুক্তভোগী মোঃ হারুন বলেন, বাবুল ও হোসেন আমার কাছে দুই লাখ টাকা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় তারা অস্ত্রসস্র নিয়ে আমার বসতঘরে হামলা চালিয়ে আমার বৃদ্ধ শাশুড়ী, বোন ও স্ত্রী সহ চারজনকে বেধড়ক মারধর করেন। আমি ন্যায় বিচার চাই। .
.
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বাবুল বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। এগুলো সব সাজানো ষড়যন্ত্র। .
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। .
.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: