• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কুতুবদিয়া ইউএনও অফিসের সি এ'র বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৪ এএম;
কুতুবদিয়া ইউএনও অফিসের সি এ'র বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
কুতুবদিয়া ইউএনও অফিসের সি এ'র বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) অফিসের সি.এ বিশ্বজিত বড়ুয়ার বিরুদ্ধে ১৫ হাজার টাকা ঘুষ দাবী করার  অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,  কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের মেয়ারাকাঁটা এলাকার আবু শামার ছেলে মোহাম্মদ আতিক এর কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ দাবী করেন।.

আতিক জানান, গত ১৩ অক্টোবর কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদেশে অবস্থানরত তাঁর ভাই মিনহাজুল হক ,বাংলাদেশী নাগরিক হিসেবে প্রত্যায়ন পাওয়ার আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সব কাগজপত্র যাচাই-বাছাই করে ওই আবেদনে সই করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানোর কথা বলে সি এ বিশ্বজিত বড়ুয়া ১৫ হাজার টাকা দাবি করেন।.

আতিক আরো জানান, ওই টাকা দেওয়া হয়নি বলে তার ভাইয়ের আবেদনের ফাইলটি এখনো জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়নি।.

এবিষয়ে সি এ বিশ্বজিত এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, লোকটি যোগাযোগ করার কথা ছিল যোগাযোগ করেনি তাই পাঠানো হয় নাই। ১৫ হাজার টাকা ঘুষ দাবী করার ব্যাপারে জানতে চাইলে বলেন, এটি আমার ব্যাপারে অনেক আছে লিখেন সমস্যা নেই। বিশ্বজিত আরো বলেন, আপনি আমার পদবী জানেন না, আমি ইউএনও অফিসের কর্মচারী না, এমনটি বলে ফোন কেটে দেন।.

এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, আবেদনের ফাইলটি জেলা প্রশাসক কার্যালয়ে দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হবে। আর বিশ্বজিত টাকা দাবি করার ব্যাপারে লোকটি লিখিত অভিযোগ করলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।.

.

ডে-নাইট-নিউজ / কক্সবাজার প্রতিনিধি

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ