চুনারুঘাটে দিনেদুপুরে এক প্রবাসীর গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। উপজেলা গাজীপুর ইউনিয়নের জারুলিয়ায় এই নৃশংস ঘটনাটি ঘটে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আক্তার মিয়ার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে তার সৎ ভাই গাবরু মিয়ার বিরোধসহ মামলা-মোকদ্দমাও চলে আসছিল।.
সম্প্রতি আক্তার মিয়ার স্ত্রী আয়েশা আক্তার পলি (৩০) একটি নারী নির্যাতন মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠে সৎ ভাসুরের ছেলে মাসুক ও মামুন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাসুক, মামুন, তাদের বোন জামাই শামীম পলির ঘরে যায়, গিয়ে মামলা করায় তারা- পলিকে অশ্লিল ভাষায় গালিগালাজ শুরু করে। .
এক পর্যায়ে পলিকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে, পরে গুরুত্বর আহত পলিকে টেনেহিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে এসে পলির গলায় ধারালো অস্ত্র দিয়ে পলিকে জবাই করে ঘাতকেরা। যখন দেখে পলি মারা গিয়েছে তখনই ঘাতক শামীমসহ তারা পালিয়ে যায়। .
খুনের খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত পলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ শেখ হাসিনা মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ হত্যাকান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত শামীম আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। . .
ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ।
আপনার মতামত লিখুন: