• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ অপহরণকারী আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৫০ পিএম;
টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ অপহরণকারী আটক
টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ অপহরণকারী আটক

জনাব মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, জনাব রাসেল, পিপিএম-সেবা মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিমের সাঁড়াশি অভিযানে গত ২৮-০৩-২০২৪ তারিখ রাত অনুমান ২.১৫ ঘটিকার সময় অপহৃত ১০ জন ভিকটিম কে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ২২নং উনচিপ্রাং ক্যাম্পের দক্ষিণ পাশের পাহাড় হইতে উদ্ধার করা হয়। .

অপহরণের সাথে জড়িত এজাহার নামীয় ২ জন আসামী ১। মোঃ নবী সুলতান প্রকাশ নবীন (৩৫), পিতা- মৃত রুহুল আমিন, মাতা-মৃত বেলু আরা বেগম, সাং-রইক্ষ্যং, দক্ষিণ পাড়া, ৩নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ২। মোঃ ছলিম (২৬), পিতা-মৃত হোছন, মাতা-ছফুদা বেগম, সাং-উত্তর শিলখালী, বাহারছড়া ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার গ্রেফতার করা হয়।.

অপহৃত ভিকটিম-১। মোঃ আকতার হোসেন (২২), পিতা- নুরুল আমিন, সাং-কাঞ্জরপাড়া, করাচি পাড়া, ৫নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি, ২। মোঃ কামাল হোসেন (১২), ৩। মোঃ আমির হোসেন (১৫), উভয় পিতা- নুর মোহাম্ম, ৪। মোঃ সৈয় হোছন (৩০), পিতা-আলী আকবর,  ৫। মোঃ ফজল কারে (৪৫), পিতা-মৃত কালা মিয়া, সর্ব সাং-রইক্ষ্যং, ৩নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি, ৬। মোঃ নূর (১৩), ৭। মোঃ জুনায়েদ (১০), উভয় পিতা-মোঃ বেলাল, ৮। মোঃ সাকিল আহমেদ (১২), পিতা-মোঃ লেদু মিয়া, ৯। ফরিদ হোসেন (৩০), পিতা-মোঃ শহর আলী, ১০। মোঃ ইসমাইল (২৭), পিতা-মোঃ নাজির হোসেন, সর্ব সাং-কাঞ্জরপাড়া, করাচি পাড়া, ৫নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি, থানা-টেকনাফ, কক্সবাজারদের উদ্ধার করা হয় এবং অপহরণকারীদের আঘাতের ফলে ভিকটিমরা অসুস্থ্য হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী আইনী কার্যক্রম চলমান।. .

ডে-নাইট-নিউজ / মোঃ মিজবাহ উদ্দীন:

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ