• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডায়ার মিলের ছায় বর্জ্য পার্শ্ববর্তী খালে ছেড়ে দেওয়ায় ফসল বিনষ্ট হচ্ছে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৪১ পিএম;
ডায়ার মিলের ছায় বর্জ্য পার্শ্ববর্তী খালে ছেড়ে দেওয়ায় ফসল বিনষ্ট হচ্ছে
ডায়ার মিলের ছায় বর্জ্য পার্শ্ববর্তী খালে ছেড়ে দেওয়ায় ফসল বিনষ্ট হচ্ছে

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা এরিয়া আশুগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সাং বগ‌ইর অবস্থান এস আলম এগ্রো ফুড ডায়ার অটোমেটিক মিল। এস আলম এগ্রো ফুড ডায়ার মিলের ছায় বর্জ্য আবর্জনা পার্শ্ববর্তী খালে ছেড়ে দেওয়ার ফলে প্রায় পাঁচশতাধিক একর জমির ফসল বিনষ্ট হয়ে যায়। তথ্য অনুসন্ধানে জানা যায় এনিয়ে এলাকার সাধারণ কৃষকেরা স্থানীয় চেয়ারম্যান রাসেল সাহেবকে অবহিত করিলে ।.

 .

তাৎক্ষণিক সময়ে চেয়ারম্যান সাহেব আশুগঞ্জ উপজেলার এসিল্যান্ড মহোদয়কে অবহিত করেন। এসিল্যান্ড মহোদয় তাৎক্ষণিক সময়ে পর্যবেক্ষণ করে ডায়ার মিলের ছায় বর্জ্য পদার্থ বিষয়ে ডায়ার মিলের কর্তৃপক্ষকে তিন দিনের সময় দেন। এবিষয়ে শত শত কৃষক বলেন এসিল্যান্ড ম্যাডাম বলে যাবার পরও মিল কর্তৃপক্ষ ময়লা আবর্জনা পরিষ্কার করার, অথবা খালের পানি সঞ্চালনের পথ পরিষ্কার করে নাই। যার কারণে ভাটি অঞ্চলের পানির যাতায়াতের ড্রেন বন্ধ হয়ে যায়। এদিকে খুজ নিয়ে জানা যায় দক্ষিণ খড়িয়ালা এবংমৈশাইর গ্রামের শতাধিক একর জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। এলাকার সাধারণ কৃষকেরা বলেন আমরা গরিব অসহায় মানুষ আমাদের জমি ফসল নষ্ট হয়ে গেছে শাহ আলমের ডায়ার মিলের কারণে। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই। এবিষয়ে এলাকার সকল শ্রেণী পেশার সম্মানিত সাহেব সর্দারগন বলেন আমরা দীর্ঘদিন যাবত কথা বলেছি কিন্তু তারা আমাদের কথার কোন কর্ণপাত করে না ।.

 .

এবিষয়ে কি করা উচিত জানতে চাইলে শিক্ষিত জনপ্রতিনিধিরা বলেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগান এর উপর ভিত্তি করে বলতে চাই। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি জনস্বার্থে গুরুত্ব সহকারে খুতিয়ে দেখবেন বলে এলাকার মানুষ এমনটি প্রত্যাশা করেন।.

.

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ