রায়পুরা উপজেলা অডিটরিয়ামে গত ১৪ই ডিসেম্বর একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, নরসিংদীর গর্ব এবং রায়পুরা ও বেলাবরের জনগণের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব মোঃ তৌহিদ হোসেন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।.
.
জনাব তৌহিদ হোসেন অত্যন্ত মনোযোগ সহকারে স্থানীয় নেতৃবৃন্দের কথা শোনেন। তিনি তাদের বিভিন্ন সমস্যা ও অনুরোধের গুরুত্ব বিবেচনা করে সমাধানের ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান, এলাকার উন্নয়ন তার অগ্রাধিকার এবং জনগণের স্বার্থরক্ষায় তিনি সবসময় সচেষ্ট থাকবেন।.
.
জনাব তৌহিদ হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন যে, সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় বহু বছর ধরে একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হলেও এখনো এটি সরকারি স্বীকৃতি পায়নি। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়টি সরকারি করার সুপারিশ করবেন বলে আশ্বাস দেন।.
.
এছাড়াও, রায়পুরা উপজেলার শ্রীরামপুর রেলগেটে ট্রেন চলাচলের সময় সৃষ্টি হওয়া দীর্ঘ যানজট সম্পর্কে অবগত হয়ে তিনি এটি সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান। এ সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।.
.
জনাব তৌহিদ হোসেন তার গ্রামের উন্নয়নে ইতোমধ্যে বহু উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তার গ্রামের একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে দাতা ও উপদেষ্টা হিসেবে ভূমিকা পালন করছেন। তার এই কাজগুলো তাকে এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।.
মতবিনিময় সভাটি পরিচালনা করেন রায়পুরা উপজেলার নবনিযুক্ত ইউএনও জনাব মোঃ মাসুদ রানা। স্থানীয় প্রশাসন ও কর্মকর্তাগণের উপস্থিতিতে সভাটি সাফল্যমণ্ডিত হয়।.
সভায় অংশগ্রহণকারী স্থানীয় জনগণ জনাব তৌহিদ হোসেনের আন্তরিকতা ও উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তারা আশাবাদী যে তার আন্তরিক প্রচেষ্টায় এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে এবং নরসিংদী জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।.
জনগণের প্রতি তার এই প্রতিশ্রুতি তাকে শুধু নরসিংদীর নয়, বরং সমগ্র দেশের গর্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: