পার্সেল প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দেশি ও বিদেশি ১১ সদস্যকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।.
গ্রেফতারকৃতরা হলো- মোঃ বিপ্লব লস্কর, মোঃ সুমন হোসেন, মোহসিন হোসেন, ইমরান হাসান, মোঃ নাজমুল হক রনি, মোসাঃ নুসরাত জাহান, CHIDI (নাইজেরিয়ান), NGUEGNI PAPINI (ক্যামরুনিয়ান), JOHN (নাইজেরিয়ান), EMMANUAEL (নাইজেরিয়ান), WILSON DA CONCEICAO (অ্যাঙ্গোলিয়ান)।.
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ২৮টি মোবাইল ফোন, ১ টি কম্পিউটার, ৪৯১ টি এটিএম কার্ড, ২৬টি চেক বহি, ১৪১৫টি চেকের পাতা, ৩টি ওয়্যারলেস পকেট রাউটার, ১ টি প্রাইভেটকার, ৩ লক্ষ ৫০ হাজার জাল টাকা, ১১ লক্ষ ৩৫ হাজার নগদ টাকা, প্রতারণা সম্পর্কিত কথোপকথনের অসংখ্য স্ক্রীনশট ও ২৬৩ টি সীম কার্ড উদ্ধার করা হয়।.
৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর, ভাটারা ও নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।.
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে এ সংক্রান্ত বিস্তারিত তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।.
তাদের অপরাধের কৌশল সর্ম্পকে গোয়েন্দা কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা দেশি-বিদেশি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সাধারণ মানুষের হোয়াটঅ্যাপ নম্বর, ই-মেইল এড্রেস সংগ্রহপূর্বক ফেসবুকে ইউএস আর্মি, ইউএস নেভীসহ বিভিন্ন পরিচয় দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ভিকটিমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। পরবর্তীতে প্রতারকরা দামি উপহার পাঠানোর কথা বলে লোভনীয় ছবি পাঠায়। পরে পার্সেল পাঠানোর নামে ভুয়া পার্সেলের ও রিসিটের ছবি পাঠায়। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: