প্রকৃত মুক্তিযোদ্ধা আওয়ামী বিরোধী হলে তাকেও রাজাকার আখ্যা দেয়া হতো
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫০ পিএম; প্রকৃত মুক্তিযোদ্ধা আওয়ামী বিরোধী হলে তাকেও রাজাকার আখ্যা দেয়া হতো
মোঃ সুজন ইসলাম, নীলফামারী প্রতিনিধি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশের বিজয়কে নিজেদের ঘরে তুলে রেখেছিল এবং অন্যান্য জনগণকে বিজয়ের সুফল ভোগ করতে দেয়নি। যারা আওয়ামী ঘরানার ছিল, তাদেরই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল। অথচ প্রকৃত মুক্তিযোদ্ধা যদি আওয়ামী বিরোধী হতেন, তাকেও রাজাকার হিসেবে আখ্যা দেয়া হতো।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিমলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ফার্নিচার ড্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং টেইলার্স ড্রেড ইউনিয়নের সভাপতি বেলাল দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের সাধারণ মানুষ বিজয়ের প্রকৃত স্বাদ পায়নি। বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান আজও প্রতিষ্ঠিত হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশে ইসলামী মূল্যবোধ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হলে শ্রমজীবী মানুষ বিজয়ের প্রকৃত সুফল ভোগ করতে পারবেন। এছাড়াও বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।
.
ডে-নাইট-নিউজ /
সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: