• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ী বাজার গরিবের পাঙ্গাস এখন ২০০ টাকা কেজি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০৬ পিএম;
ফুলবাড়ী বাজার গরিবের পাঙ্গাস এখন ২০০ টাকা কেজি
ফুলবাড়ী বাজার গরিবের পাঙ্গাস এখন ২০০ টাকা কেজি

ফুলবাড়ী বাজার
গরিবের পাঙ্গাস এখন ২০০ টাকা কেজি!
কমেছে ব্রয়লার মুরগিসহ কাঁচামরিচ ও পেঁয়াজের দাম
.


দিনাজপুরের ফুলবাড়ীতে সাধারণ মানুষের চাহিদা মেটানো পাঙ্গাস মাছ যেনো এখন স্বপ্ন! যে মাছ ছিল গরীব মানুষের আমিষ চাহিদা পূরণের অবলম্বন, সেই মাছ এখন বিক্রি হচ্ছে, ১৮০ টাকা থেকে ২০০ টাকা দরে। এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে, ১৩০ টাকা থেকে ১৫০ টাকা মূল্যে। .


রবিবার (৩০ জুলাই) সকালে ফুলবাড়ী পৌরবাজার ঘুরে দেখা যায়, যে পাঙ্গাস মাছ পূর্বে বিক্রি হতো ১২০ টাকা থেকে ১৬০ টাকা কেজি দরে। সেই মাছ দু’মাসের ব্যবধানে এখন বিক্রি হচ্ছে  ১৮০ টাকা থেকে ২০০ টাকায়। এদিকে গত এক সপ্তাহে কমেছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা মূল্যে। যা পূর্বে ছিল ১৮০ টাকা থেকে ২১০ টাকায়। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। যা সপ্তাহ আগে ছিল ২৭০ টাকা কেজি। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২২০ টাকা কেজি। পাবদা মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি। রুই ও কাতল মাছ বিক্রি হচ্ছে ৩৩০ টাকা থেকে ৩৫০ টাকা কেজি। বড় রুই, কাতল ও কারফু মাছ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। শিং মাছ বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে ৬০০ টাকায়। চিংড়ি মাছের সর্বনি¤œ দর ৬০০ টাকা। ভালো মানের চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৮০০ টাকা। টেংরা বিক্রি হচ্ছে প্রতিকেজি সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকায়। .


অপরদিকে কমেছে কমেছে কাঁচামরিচ ও পেয়াজের দাম। গত এক মাস আগে তুমুলকা- ঘটানো কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি এবং রসুন বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০০ টাকায়। .


পৌর বাজারে খরচ করতে আসা আব্দুল কাদের বলেন, আমার মেয়ের পাঙ্গাস মাছ খুবই পছন্দের। তার বায়নাতে ফুলবাড়ী পৌরমাছ বাজারে পাঙ্গাস মাছ কিনতে গিয়ে দাম শুনে চক্ষু চরকগাছ। পাঙ্গাসের মূল্য প্রতি কেজি ১৮০ টাকা থেকে ২০০ টাকা। এর চেয়ে ব্রয়লার মুরগির দাম কম। মেয়ের আবদার তাই হাফ কেজি পাঙ্গাস মাছ নিয়েছি। আর আমাদের জন্য মাংস ক্রয় করেছি। .


ফুলবাড়ীর মেস এ থাকা মৌমিতা রায় মেঘলা ও রিনাত আশরাফ রিম বলেন, মেস এ তো একেকদিন একেকজনকে বাজার খরচ করতে হয়। তাই আজ ছিল আমাদের পালা। একটা বড় পাঙ্গাস মাছ কিনেছি ১৮০ টাকা কেজিতে। আমিসহ আমার রুমমেটরা মাছের দাম শুনে অবাক। যে মাছ গরীব মানুষের আমিষ চাহিদা পূরণ করতো, সে মাছ এখন এত মূল্যবান। প্রশাসনের নজরদারি প্রয়োজন বাজারে। .


 রিকশা-ভ্যান চালক আমিন বাবু, নূর ইসলাম ও লুৎফর লতু মিয়া বলেন, পাঙ্গাস মাছ গরীব মানুষের মাছ। এ মাছ খেয়েই আমরা আমিষ চাহিদা পূরণ করি। বাড়িতে কুটুম আসলেও এই মাছই নিয়ে যাই। কিন্তু বাজারে মাছের যে দাম! এরচেয়ে ভালো মাছ না খেয়ে ব্রয়লার মুরগি খাব। ব্রয়লার মুরগিকেও ছাড়িয়ে গেছে পাঙ্গাস মাছের দাম। এটা কি করে সম্ভব! আমাদের মাথা কাজ করে না।.


মাছ বিক্রেতা রেজাউল করিম বলেন, মাছ আমদানির অপরই নির্ভর করে দাম। আমদানি বেশি হলে মাছের দাম কম থাকে, কিন্তু আমদানি যখন কম হয় তখন মাছের দাম বেড়ে যায়। কয়েকদিন থেকে আমদানি কম হওয়ার কারণেই  সব মাছ দাম মূল্য বেশি হচ্ছে। আমরা বেশিদামে কিনছি, তাই বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে যতসামান্য লাভ রেখে। .

 .

 ব্রয়লার মুরগি বিক্রেতা রাহুল গুপ্ত আকাশ ও শাহারিয়ার ইমন বলেন, গত এ সপ্তাহে ব্রয়লার মুরগিরসহ সোনালী মুরগির দাম কিছুটা কমেছে। বর্তমান বাজারে ব্রয়লার মুরগি ১৩০ টাকা থেকে ১৫০ টাকা এবং সোনালী মুরগি ২৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে । ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ