কবিতা : বঙ্গবন্ধুর রেণু.
কলমে : বেবী বড়ুয়া.
বঙ্গবন্ধুর রেণু তিনি তিনি জীবন সাথী যোগ্য সহধর্মিণী তিনি তিনি স্বপ্ন সারথি। তিনি হলেন পথ দ্রষ্টা তিনি জগত জোড়া তিনি ছিলেন একমাত্র তাঁহার অনুপ্রেরণা.
সুখে দুঃখে ছিলেন তিনি অর্ধাঙ্গিনী হয়ে আলোচনা সমালোচনায় সকল কিছুর উর্ধে।.
আজ তাঁহার জন্মদিনে লাখো মানবের ধ্বনি ফুলে ফুলে সাজিয়ে দিলো তাঁহার কবর খানি।.
লাখো মানুষের হৃদয়ে জুড়ে এমনি রবে চিরকাল রেণু শুধু ছড়াবে সুবাস এমনি অনন্ত কাল।.
আজ তাঁহার শুভ জন্মদিনে জানাই শুভেচ্ছা তিনি সেই মহিয়সী নারী ফজিলাতুন্নেসা মুজীব।. .
ডে-নাইট-নিউজ / বেবী বড়ুয়া
আপনার মতামত লিখুন: