
* নাম কি?.
* শুকুর আলী।.
* বাড়ী কোথায়?.
* গাইবান্ধা।.
* কত থাকে?.
* কোন দিন তিন চার শ' আবার কোনদিন বেশী ও হয়।.
* আজকে কত হইছে(১২ টা)?.
* দুই শ' পঁচাশি।.
* ছেলে মেয়ে ক' টি?.
* তিন মেয়ে।.
* মেয়েরা লেখা পড়া করে?.
* হ' স্যার।.
* বাচ্চা কাচ্চা আর নিবা না?.
* না স্যার।আল্লায় যা দিছে শুকরিয়া।.
* মেয়েরা বড় হলে ওদের বিয়ে সাদী দিবে তখন তোমাদের কে দেখ ভাল করবে?.
* আজকালকার ছেলে রা বাবা মায় রে কি দেখে?.
* তুমি কি তোমার বাবা মা কে দেখ?.
* সত্যি কথা বলতে কি ঠিকমত খোঁজ খবর নিতে পারি না। নিজেদেরই তো চলে না।.
* তাহলে ঠিক আছে তোমার ছেলে থাকলে সে ও ঐ একই কথা বলতো। ---------. .
ডে-নাইট-নিউজ / মাহফুজ রেজা
আপনার মতামত লিখুন: