• ঢাকা
  • মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাহুবলে ডাক্তার ও নার্সের অবহেলায় শিশুর মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৭ এএম;
বাহুবলে ডাক্তার ও নার্সের অবহেলায় শিশুর মৃত্যু
বাহুবলে ডাক্তার ও নার্সের অবহেলায় শিশুর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে ডাক্তার নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হবিগঞ্জ সিভিল সার্জন। ডেপুটি সিভিল সার্জন ডা: মখলিছুর রহমান। .

আজ বৃহস্পতিবার (১৩অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে তদন্তে আসবেন তারা। বুধবার (১২অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ডা: বাবুল কুমার।.

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার অবহেলায় এক শিশুর মৃত্যু হয়। বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের রুবেল মিয়ার ৩দিনের শিশু পুত্র আরিয়ান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে বিকেল সাড়ে ৩টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক আরিয়ানাকে পরীক্ষা নীরিক্ষার পর ভর্তি করেন। এমতাবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মুখে রক্তক্ষরণ শুরু হয়।.

বিষয়টি তাৎক্ষনিক কর্তব্যরত নার্সকে অবগত করা হলে তিনি কর্নপাত করেননি। এসময় দায়িত্বরত নার্স মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন। অতিরিক্ত রক্তকরনে শিশুটি মারা যায়। এ ব্যপারে আরিয়ানার পিতা রুবেল মিয়া জানান, সময়মত উপযুক্ত চিকিৎসা না দেওয়াতে শিশুটি মারা গেছে। সঠিকভাবে রোগ নির্ণয় করার পর চিকিৎসা দেওয়া হলে আমার সন্তানটি বিনা চিকিৎসায় মারা যেত না।. .

ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ হবিগঞ্জ:-

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ