• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুলছাত্রের নিহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:১৮ পিএম;
বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুলছাত্রের নিহত
বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুলছাত্রের নিহত

দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিনহাজুল ইসলাম মিনার (১৭) নামে বাংলাদেশি এক স্কুলছাত্র নিহত হয়েছে।.

নিহত মিনহাজুল ইসলাম মিনার দিনাজপুর সদর উপজেলার খানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানান তিনি।.

তিনি আরও জানান,৭ সেপ্টেম্বর রাতে ৮-১০ জন মিলে দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মিনহাজুল ইসলাম। পরে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।.

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম জানান, মরদেহ বিএসএফ নিয়ে গেছে। ময়নাতদন্তের পর তারা বিজিবির মাধ্যমে লাশ ফেরত দেবে বলে জানা গেছে।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ