মিজানুর রহমান মিজান সিলেটঃ আমরা হলাম পিয়ারা হাবিবের (সাঃ) উম্মত। রাসুলের (সাঃ)রেখে যাওয়া আদর্শেই মানবজীবনের কল্যাণ নিহীত। সে আদর্শের অন্যতমও দিক হচ্ছে সমাজের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের সেবা ও সহযোগিতা করা। তাই ক্ষতিগ্রস্ত মানুষের সেবা আমাদেরও করতে হবে। আমাদের পীর মুর্শীদ,রাহবার আমার ওয়ালিদ মুহতারাম দ্বীন খেদমতের পাশাপাশি গরীব,অসহায়, ইয়াতিম ও অনাথের সেবায় নিজের সারাটা জীবন বিলিয়ে দিয়ে গেছেন।তার রেখে যাওয়া সেসব খেদমতের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরাও সাধ্যানুযায়ী ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বন্যা ও বিভিন্ন দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে আসে।.
আল্লাহর নিকট আমাদের এ থেকে পানাহ চাইতে হবে। সিলেটের বিশ্বনাথে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কথাগুলে বলেন বাংলাদেশ আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী। মঙ্গলবার দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আনজুমানে আল ইসলাহ ইউকের অর্থায়নে ও বাংলাদেশ আল ইসলাহর উদ্যোগে দেড় শতাধিক মানুষের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। ত্রান সামগ্রী বিতরনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা উসমান গণি, জামেয়া ইসলামিয়া এলাহাবাদ আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরশ আলী গণি,খলিফায় ফুলতলী পীর আখলু হোসেন,বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা আকমল হোসেন, এলাহাবাদ আলীম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল,ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা রজব আলী,ক্বারী মাওলানা ওলিউর রহমান,মাওলানা ফজলুর রহমান, মনির মিয়া, বিশ্বনাথ উপজেলা তালামীয নেতা হাফিজুর রহমান, জামাল আহমদসহ উপজেলা ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ। এর পরে উপজেলার লামাকাজী ও দক্ষিণ সুরমার কামাল বাজারে পৃথক দুটি স্থানেও ত্রান ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি।. .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান সিলেটঃ
আপনার মতামত লিখুন: