• ঢাকা
  • বুধবার, ৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে বিজয় দিবস উদযাপন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২৬ পিএম;
বিশ্বনাথে  বিজয় দিবস  উদযাপন
বিশ্বনাথে বিজয় দিবস উদযাপন
সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।  সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কম্পাউন্ডের স্মৃতিস্তম্ভ’র সম্মুখে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়।  
 
তোপধ্বনির পরপরই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুুনন্দা রায়।
 
এসময় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের অংশ্রহণে সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধন করা হয় বিজয় মেলার।  পরে সকাল ১০টায় একই হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায়  ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিশ্বনাথ মডেল জামে মসজিদে  মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা খতমে কোরআন ও দোয়ার মাহফিল। 
 
সকাল থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার ভিডিবি, উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, উপজেলা ও পৌর ছাত্রদল, বিশ্বনাথ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ প্রেসক্লাব ও বিশ্বনাথ  সাংবাদিক ইউনিয়ন, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলজ, বিয়াম ল্যাবরটরি স্কুল, বিশ্বনাথ ডেফেডিল এসোসিয়েশন, পিএফজি বিশ্বনাথ সহ উপজেলা বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ নেতৃবৃন্দ।
.

ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ