• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মাদ্রাসা সুপার আমাদেরকে তার বিছানার ফুল ভাবেন-মানববন্ধনে শিক্ষার্থীরা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম;
মাদ্রাসা সুপার আমাদেরকে তার বিছানার ফুল ভাবেন-মানববন্ধনে শিক্ষার্থীরা
মাদ্রাসা সুপার আমাদেরকে তার বিছানার ফুল ভাবেন-মানববন্ধনে শিক্ষার্থীরা

শিক্ষক আর শিক্ষার্থীদের সম্পর্ক বাবা-মেয়ের সম্পর্ক থাকে। কিন্তু মাদ্রাসার সুপার ইমামুল হক তিনি আমাদেরকে তার বিছানার ফুল ভাবেন। তিনি শুধু আমাদেরকেই না আমাদের শিক্ষিকাদেরও উত্যাক্ত করেন। এমন দুশ্চরিত্রের মাদ্রাসা সুপারকে আমরা চাইনা। তিনি যদি মাদ্রাসায় আসেন, তাহলে আমরা আর এই মাদ্রাসায় পড়ব না। .

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্যে এমনটাই বলছিলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি দাখিল মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা।.

গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় খয়েরবাড়ি দাখিল মাদ্রাসার সুপার ইমামুল হক কর্তৃক অনিয়ম-দুর্নীতি, দুশ্চরিত্র ও শ্লীলতাহানীর অভিযোগে অভিযুক্ত সুপারের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।.

মানববন্ধন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোছা. সুমাইয়া, আরভী আক্তার নূপুর, ইসমাত মুনহাতা মিথি, আশা মনি, রতনা আক্তার, ফাতেমা আক্তার, মো. শাওন, সজিব ইসলাম প্রমুখ। বক্তব্যে তারা আরো বলেন, মাদ্রাসা সুপার ইমামুল হক ইতোপূর্বেও বহু শিক্ষার্থীসহ শিক্ষিকাকে কুপ্রস্তাব দিয়েছেন। সুযোগ পেয়ে জড়িয়েও ধরেছেন। তিনি চরিত্রহীন ও লম্পট। এমন মানুষ শিক্ষক হতে পারেনা। সে শিক্ষা জাতির কলঙ্ক। দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণের দাবি জানান তারা। .

মানববন্ধনে অংশ নেয়া অভিভাবক রাবেয়া আক্তার, আফরুজা বেগম, ফারজানা বেগম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যদি এমন লম্পট দুশ্চরিত্রের মানুষ থাকে তবে কেমনে আমাদের মেয়েদের মাদ্রাসায় পাঠাবো? তাকে মাদ্রাসা থেকে বিতারিত না করা হলে আমাদের সন্তানদের আমরা অন্যত্রে ভর্তি করাবো। কারণ ওই সুপারের কাছে কোনো মেয়েই সুরক্ষিত নয়।.

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপার ইমামুল হকের মুঠোফোনে একাধিকবার ফোনকল করাসহ তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। .

খয়েরবাড়ি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সাইফুল ইসলাম বলেন, মাদ্রাসা সুপার ইমামুল হকের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে তিন কার্যদিবসের মধ্য কারণ দর্শানো জন্য সুপারকে গত ১৭ অক্টোবর ও ২৩ অক্টোবর নোটিশ দেয়া হলেও তিনি কোনোপ্রকার উত্তর দেন’নি। এমনকি বর্তমানে তিনি মাদ্রাসায় অনুপস্থিত আছেন। .

খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, বিভিন্ন অভিযোগ রয়েছে ওই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। তাকে নোটিশ দেওয়ার পরও তিনি শালিসে অংশ নেন’নি। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযুক্ত প্রমাণিত হলে মাদ্রাসা সুপার ইমামুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ