• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসকের ফেসবুক আইডি হ্যাকড: থানায় ডাইরী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:১৭ পিএম;
যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসকের ফেসবুক আইডি হ্যাকড: থানায় ডাইরী
যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসকের ফেসবুক আইডি হ্যাকড: থানায় ডাইরী

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন চিকিৎসক, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. এরশাদ আলীর ফেইসবুক আইডি হ্যাকড করেছে প্রতারকচক্র। এই চক্র ডাক্তারের নিকটাত্মীয়দের কাছ থেকে প্রায় ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় গত ২৮ আগস্ট এসএমপি’র কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সিলেট নগরীর সুবিদবাজারের ডা. মখলিছউর রহমান।.

অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ডা. এরশাদ আলীর ফেইসবুক হ্যাকড করে প্রতারক। পরে সেই আইডি থেকে তাঁর ছাত্র ডা. মখলিছউর রহমানকে প্রথমে ম্যাসেজে ফোন করে ভাঙ্গা ভাঙ্গা স্বরে কথা বলে লাইন কেটে দেয়। শোনা যাচ্ছে না বলে ম্যাসেজ দিয়ে বলে, তিনি যুক্তরাষ্ট্র থেকে সিলেট আসছেন। ঢাকা-সিলেট টিকেটের জন্য তার বাংলাদেশি টাকায় ১৬ হাজার ৮শ টাকা প্রয়োজন।.

ম্যাসেজে মোবাইল নম্বর নিয়ে নেয়। পরে একজন মিজান পরিচয় দিয়ে বিমানের টিকেটের ভাড়ার জন্য বিকাশে ০১৯৪২৬৫৯৫৭৯ নম্বরে টাকা পাঠাতে বলে। তিনি সেই নম্বরে তার মোবাইল থেকে চার্জসহ মোট ১৭ হাজার ১০৬ টাকা বিকাশ করেন। এর আগে প্রতারক চক্র তার আরো এক চিকিৎসক বন্ধুকে ফোন করে একই ভাবে ০১৮৪৯২৯৬৫৭০ নম্বরে বিকাশে ১৬ হাজার ৮শ টাকা নিয়ে যায়।.

তাদের আরো এক ডাক্তার বন্ধুকে ফোন করলে তিনি বিষয়টি নিয়ে অন্যদের সাথে কথা বললে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এসএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ জানান, প্রযুক্তিগত বিষয়ে তদন্তের জন্য সাইবার ইন্টিলিজেন্স টিম আছে। জিডির কপি সিআইডির নিকট পাঠানো হয়েছে বলে জানান তিনি।. .

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়াঃ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ