
বড় মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনা যুব জাগরণ ঐক্য পরিষদ সংগঠনের সভাপতি আব্দুসাত্তার,সাধারণ সম্পাদক আতা উল্লাহ,, সাংগঠনিক সম্পাদক শাকের উল্লাহ,, অর্থ সম্পাদক আব্দুরাজ্জাক সহ,, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাগিরা ঘোনা ৭ নাম্বার ওয়ার্ড়ের মেম্বার শফিউল আলম শফি সহ আরো অনেকে। উক্ত,, যুব জাগরণ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আতা উল্লাহ আতা খান বলেন। বৃহত্তর জাগিরা ঘোনা যুব জাগরণ ঐক্য পরিষদের সকল সদস্য বৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আপনার যেখানে অবস্থান করছে বা/করেন যুবকদের সঠিক পথ পরিবর্তন করতে হবে।.
দয়া করে আপনারা সবাই মিলে মিশে দুঃখে সুখে একে অপরকে সাহায্য সহযোগিতা করে যুব উন্নয়নের মাধ্যমে,, আমাদের মুল লক্ষ্য উদ্দেশ্যে পুরণের লগ্নে। যুবকদের সঠিক পথ দেখানোর জন্য একটা খারাপ কাজকে বাদ দিয়ে একটা ভালো কাজকে স্বাগতম জানিয়ে যুবকদের সুযোগ করে দিতে হবে। যুব উন্নয়নের মাধ্যমে যেন আমাদের প্রতিটা সমাজকে যেন সুন্দর করে তুলতে পারি,,যুবকদের বেকারত্ব হচ্ছে একটা অভিশাপ্ত জিবন। এ-ই বেকারত্ব থেকে বেরিয়ে যেন কর্মের মাধ্যমে বেকারত্ব দুর করতে পারি। তখনই আমরা যুব জাগরণের মেইন লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারবো বলে মনে করি আমি। আমরা সবাই মিলে এই সংগঠনকে যুব উন্নয়নের লাভা তৈয়রি করবো ইনশাআল্লাহ।. .
ডে-নাইট-নিউজ / মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক মহেশখালী প্রতিনিধি।
আপনার মতামত লিখুন: