• ঢাকা
  • রবিবার, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রায়পুরে ইউএনও'র বদলি হওয়ায় মিষ্টি বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:২১ এএম;
রায়পুরে ইউএনও'র বদলি হওয়ায় মিষ্টি বিতরণ
রায়পুরে ইউএনও'র বদলি হওয়ায় মিষ্টি বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খানকে বান্দরবানে বদলি করায় রায়পুর উপজেলা ছাত্র জনতার উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।  রবিবার ( ২৯ ডিসেম্বর ) রাত ৮ টার দিকে রায়পুর উপজেলার সামনে মিষ্টি উৎসব ও বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
 
 
মিষ্টি বিতরণকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বলেন, রায়পুর আওয়ামী লীগের দোসর ইউএনও ইমরানের বদলি ছাত্র সমাজ ও সাধারণ মানুষ খুশি। 
 
 
তারা আরো বলেন, ইউএনও ইমরান খান ভূয়া সমন্বয়ক সিয়ামকে দিয়েও নানান অপকর্ম চালিয়েছে। আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার পায়তারা করেছে এই ইউএনও। তাই তার বদলি হওয়ায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানান তারা। 
 
 
উল্লেখ্য,  ২৮ ডিসেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি দেখানো হয়। এছাড়াও নবাগত ইউএনও হিসেবে আশরাফুল হককে পদায়ন করা হয়।
 
জানা যায়, ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় সামনে ছাত্র জনতার ব্যনারে ইউএনওর নানান অপকর্মের বিচার ও অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
.

ডে-নাইট-নিউজ / লক্ষ্মীপুর প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ