• ঢাকা
  • বুধবার, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫১ পিএম;
লক্ষ্মীপুরের কমলনগরে  বিদ্যুৎপৃষ্ট হয়ে  মৃত্যু ১
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইজিবাইক চার্জ দেওয়ার সময় একজনের মৃত্যু হয়েছে এবং  আহত হয়েছেন একজন। সোমবার সকালে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সরকারি দিঘিরপাড় এলাকার মফিজ উল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।স্বামী মফিজুল্লাহ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আহত হন এবং স্ত্রী আসমা বেগম (২৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 
 
 
নিহত আসমা বেগমের পিতা  নজির আহমদ ও স্থানীয়রা জানান, চার্জে লাগানো   ইজিবাইকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করছিলেন স্ত্রী।  এসময় স্বামী তাকে বাঁচাতে এগিয়ে এসে  তিনিও জড়িয়ে পড়েন বৈদ্যুতিক তারে। পরে লোকজন চেষ্টা করে স্বামী মফিজকে প্রানে বাঁচাতে পারলেও ঘটনাস্থলেই মারা যান স্ত্রী আসমা বেগম (২৮)। 
এদিকে গুরুতর আহত স্বামী মফিজ উল্লাহকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
 
নিহত আসমা বেগম ও মফিজ উল্লাহ দম্পত্তির ঘরে ৬ ও ৮ বছরের দুই ছেলে ও ১১ বছরের এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
 
 
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল ইসলাম জানান, অটোরিকশার চার্জ করতে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে এক গৃহবধূর মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি।  তবে নিহত গৃহবধূর পরিবারের কারও প্রতি সন্দেহ ও অভিযোগ না থাকা এবং স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
.

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ ( লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) :

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ