ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম মাইলবাড়িয়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ভারতের উত্তর প্রদেশ জেলার শাহপুর থানার বাশারতপুর গ্রামের সারাদ এডবিনের মেয়ে জাউন কল্লবীন, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটা থানার সুবেন্দ্রপুর গ্রামের জগবন্ধুর মেয়ে কশৈল্লা সরকার ও শেহজানপুর জেলার ভান্ডা থানার রাড়–য়া গ্রামের রানু বার্মার ছেলে কাজল বার্মা।.
.
রোববার সন্ধ্যার দিকে বিজিবির এক ই-মেইল বার্তায় এ খবর জানানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহশেপুর ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল আজিজুস শহীদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত দিয়ে অবৈধ পথে মাইলবাড়িয়া গ্রামে তিন ভারতীয় নাগরিক প্রবেশ করেছে এবং ওই গ্রামেই অবস্থান করছে। খবর পেয়ে শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করে।’ তিনি আরো বলেন,‘আটককৃতদের বিরুদ্ধ মহশেপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।.
.
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন জানান, বিবিজি তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তারা আসলে ভারতীয় নাকি বাংলাদেশী তা জিজ্ঞাসাবাদ না করে বলা যাচ্ছে না। তিনি এও জানান, বাংলাদেশে তাদের আত্মীয় সজন রয়েছে।.
ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধি
আপনার মতামত লিখুন: