• ঢাকা
  • বুধবার, ৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিজয় দিবসে ইসলামি ফাউন্ডেশন বিশ্বনাথ শাখার আলোচনা সভা অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০০ পিএম;
বিজয় দিবসে ইসলামি ফাউন্ডেশন বিশ্বনাথ শাখার আলোচনা সভা অনুষ্ঠিত
বিজয় দিবসে ইসলামি ফাউন্ডেশন বিশ্বনাথ শাখার আলোচনা সভা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখা ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
 
আলোচনা ও দোয়া মাহফিল ১৬ই ডিসেম্বর (সোমবার) সকালে বিশ্বনাথ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে ও মডেল মসজিদ কেয়ারটেকার মাওলানা মোশাররফ হোসাইনের সঞ্চালনায় সম্পন্ন হয়েছে।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। ইসলামি আদর্শে সমাজ গঠন, দেশের সামগ্রিক উন্নয়ন, ইতিহাস, সংস্কৃতি এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আলীম উলামাদের অবদান, মুক্তি যুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথি বক্তব্য রাখেন। জাতীকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনের সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে আলেম সমাজের প্রতি আহবান জানান। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ রুবেল মিয়া,বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:শাহিন উদ্দিন।
 
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথের সদস্য মাওলানা আব্দুস সালাম,মাওলানা শফিকুর রহমান,মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল মোমিন,মাওলানা আজিজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল হাই,মাওলানা আজিজুল ইসলাম,মাওলানা আব্দুন নুর,মাওলানা আলী আহমদ,মাওলানা শরাফ উদ্দিন,মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা মোস্তাক আহমদ,মাওলানা আব্দুল হামিদ,মাওলানা আব্দুস সালাম, মাওলানা খালেদ আহমদ, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা মুছা মিয়া,মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুজাহিদ আহমদ,মাওলানা শাহিন আহমদ, মাওলানা বিলাল আহমদ,মাওলানা গোলজার আহমদ,মাওলানা আলীম উদ্দিন,মাওলানা শফিক আহমদ,মাওলানা হাফিজুর রহমান,মাওলনা হাফিজ উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন প্রমুখ।
 
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাদিকুর রহমান,ইসলামি সংগীত পরিবেশন করেন মাওলানা আব্দুস সুবহান।
আলোচনা সভা শেষ মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা সংগ্রামে নিহত এবং দেশ ও জাতীর জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা খালেদ আহমদ।
.

ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ