লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন। এসময় মেশিন জব্দ করে বালু উত্তোলন এর পাইপগুলো নষ্ট করে দেন। ৩০অক্টোবর সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়েছে।.
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ অপসারণ করা হয়েছে।.
সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত আরিফুর রহমান বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এর খবর পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কে ব্যবস্থা নিতে বলেছি। তাঁরা সরেজমিনে গিয়ে মেশিন জব্দ করেছে। এবং বালু উত্তোলনের পাইপ গুলো নষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।. .
ডে-নাইট-নিউজ / লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: