• ঢাকা
  • রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জেলেকে বেঁধে মারধর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০২ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:১৯ পিএম;
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জেলেকে বেঁধে মারধর
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জেলেকে বেঁধে মারধর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে চুরির অপবাদে মোঃ জসিম (৩৪) নামের এক জেলেকে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৩১মে) রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে এমন ঘটনা ঘটে। ঘটনার একদিন পর শনিবার জসিমের হাত পা বাধা অবস্থার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত নুর হোসেনকে আটক করেছে পুলিশ।.

 .

 .

 .

 .

ভুক্তভোগী ও তার পরিবার জানান, শুক্রবার রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের (৯নং ওয়ার্ডের) মধ্য চর রমনী গ্রামে এমন অমানবিক নির্যাতনের শিকার হন জসিম উদ্দিন। তার প্রতিবেশী নূর হোসেন ও তার ভাই নূরু তাকে চুরির অপবাদ দিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে এ নির্যাতন করে তাদের খামারে। রাতভর চলে তার ওপর অমানবিক নির্যাতন। খবর পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা গিয়ে তাকে বাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে তাকে জেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়।.

 .

স্থানীয় বাসিন্দা মোসলেহ উদ্দিন মূসা সাংবাদিকদের জানান, সম্প্রতি অভিযুক্ত নূর হোসেনদের খামার থেকে কে-বা কারা তাদের গাছের কলা চুরি করে। ওইসূত্র ধরেই ভুক্তভোগী জসিম উদ্দিনকে ধরে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়।.

 .

রোববার (২ জুন) দুপুরে বাড়ীতে গিয়ে অভিযুক্ত দুই ভাইকে পাওয়া যায়নি। তবে নূর হোসেনের স্ত্রী বিবি রহিমা জানান, তাদের খামার থেকে বারবার গাছের কলা চুরি হয়। রাতে গরু চোর ধরা পড়ছে খামারে। পরে তাকে চেড়ে দেওয়া হয়েছে। মারধরের বিষয়টি আমাদের জানা নেই।.

 .

 .

 .

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, চুরির অপবাদে এক যুবককে বেঁধে মারধরের বিষয়টি জেনেছি। এ ঘটনায় নুর হোসেন নামের একজন আটক আছে। তদন্ত করে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।. .

ডে-নাইট-নিউজ / লক্ষ্মীপুর প্রতিনিধি:

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ